জানুন NID Wallet কি?NID Wallet ব্যবহার করার নিয়ম ২০২৩।
বাংলাদেশ নির্বাচন কমিশন কিছু দিন আগে NID Wallet App উদ্ভোদন করেছে।যার ফলে NID Card সম্পর্কিত সকল তথ্য কাজ এক App দিয়ে করা যায়।
এখন মোবাইলের মাধ্যমে খুব সহজেই জাতীয় পরিচয় পত্রের সকল তথ্য ঘরে বসেই পাওয়া যায়।
জাতীয় পরিচয় পত্রের বিভিন্ন সেবার উদ্দেশ্যে App টি তৈরি করা হলেও বর্তমানে ফেস ভেরিফিকেশন ছাড়া অন্য কিছু করা যায় না।
আপনার জন্য প্রয়োজনীয় কিছু পোষ্টঃ
আমেরিকান ভিসা চেক করার সব থেকে সহজ নিয়ম ২০২৩।
লিথুনিয়ার কাজের ভিসার আবেদন ২০২৩।
শিরোনামঃ
জানুন NID Wallet কি?
NID Wallet App হলো নির্বাচন কমিশনের একটি মোবাইল এপ্লিকেশন যার মাধ্যমে NID সহ বিভিন্ন নাগরিক সেবা দেওয়ার লক্ষ্যে develop করা হয়েছে।
NID রেজিষ্ট্রেশন ও ডাউনলোড করার জন্য NID Wallet নিরাপত্তা হিসেবে কাজ করে।এখন যার আইডি কার্ড সেই তার ইনফরমেশন ডুকতে পারবে।
এই জন্য ফেস ভেরিফিকেশন সিস্টেম নিয়ে এসেছে এই App এ। এই App শুধুমাত্র প্রকৃত মালিক সনাক্ত করে এই একাউন্টে প্রবেশ করার অনুমতি দেয়।
জাতীয় পরিচয় পত্রে নাগরিকের সকল গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষিত থাকে।
তাই এর নিরাপত্তা অবশ্যই জোরদার করা উচিত বলে মনে করে ফেস ভেরিফিকেশন সিস্টেম চালু করা হয়েছে।
NID ওয়েবসাইটে রেজিষ্ট্রেশন করার এক পর্যায়ে আপনাকে QR Code Scan করতে বলবে।
আপনি তখন NID Wallet ব্যবহার করে আপনার ফেস ভেরিফিকেশন করতে পারেন।
যেভাবে NID Wallet ব্যবহার করবেন
NID Wallet ব্যবহার একদম সহজ।আপনার মোবাইল থেকে প্রথমে Play Store এ যাবেন।
সেখান থেকে NID Wallet App আপনার মোবাইলে ডাউনলোড করে ইনস্টল করে নিবেন।App এ প্রবেশ করে প্রথমে ভাষা সিলেক্ট করে নিবেন।
এরপর QR Code Scan করার জন্য ক্যামেরার পারমিশন দিয়ে এনআইডি ওয়েবসাইটে দেখানো QR Code Scan করুন।
সর্বশেষে ডানে বায়ে নাড়াচাড়া দিয়ে আপনার ফেস ভেরিফিকেশন করবেন।
অনলাইনে জাতীয় পরিচয় পত্র ডাউনলোড ও সংশোধন করতে হলে প্রথমে আপনাকে একটি একাউন্ট তৈরি করতে হবে। এজন্য আপনি নির্বাচন কমিশন ওয়েব সাইটে যান।
সকল তথ্য দিয়ে একাউন্টে প্রবেশ করুন। এখানে কিন্তু আপনার ফোন নাম্বার ভেরিফাই করতে হবে।
ডাউনলোড করুন NID Wallet
NID Wallet ডাউনলোড করার জন্য প্লে স্টোরে যান। play Store এ গিয়ে সার্চ বক্সে সার্চ করুন NID Wallet লিখে।ডাউনলোড করার পর NID Wallet আপনার ফোনে ইনসল করে নিন।
তবে একটা জিনিস খেয়াল করবেন App Publisher “Bangladesh Election Commission কিনা।
এরপর QR Code Scan
QR Code Scan করার জন্য NID Wallet App এ যেতে হবে।App এ প্রবেশ করার পর আপনার ভাষা সিলেক্ট করুন।
ক্যামরা পারমিশন দেওয়ার সাথে সাথে এটা কাজ করা শুরু করবে।
নির্বাচন কমিশন ওয়েবসাইট থেকে যখন QR Code দিবে সেই কোডটি NID Wallet App দিয়ে Scan করতে হবে।
ফেস ভেরিফিকেশন
সফলভাবে যদি QR code Scan করা হয় তাহলে পরবর্তীতে অটোমেটিক ফেস ভেরিফিকেশন ধাপে নিয়ে আসবে। এরপর NID Wallet এ ফেস ভেরিফিকেশন করে নিবেন।
ফেস ভেরিফিকেশন এর সময় চোখের চশমা,মাথার টুপি ইত্যাদি সব এক স্থানে রেখে ভেরিফিকেশন করতে হবে।কারন চশমা টুপির কারনে এটা করতে সমস্যা হয়।
ফেস ভেরিফিকেশন এর সময় চেহারা একটু নারা চারা করবেন।NID Wallet এ কোনো কিছু করতে নতুন করে ফেস ভেরিফিকেশন করা লাগে।
তাই পাসওয়ার্ডসহ সব কিছু App এ সেভ করে রাখবেন।কারন পাস সেট করা থাকলে পরবর্তীতে ফেস ভেরিফিকেশন এর জামেলা করা লাগে না।
শেষ কথা
প্রিয় পাঠক পাঠিকা,আজকের আয়োজনে আমি NID Wallet সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি।
জানুন NID Wallet কি?এর পরিচয়, ব্যবহারের নিয়ম ইত্যাদি সকল বিষয় বিস্তারিত বলেছি।
এরপরও যদি আপনার এই বিষয় সম্পর্কে আরোও জানতে ইচ্ছে করে তাহলে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন।