ভোটার আইডি কার্ড চেক / জাতীয় পরিচয় পত্র অনুসন্ধান (NID Card Check Online) করার প্রক্রিয়াটি অনেক বড় হলেও, একবার অনলাইন থেকে আপনার কার্ডটি খুঁজে পেলে অনেক আনন্দ লাগবে। জাতীয় পরিচয় পত্র খুঁজে পেতে হলে আপনার কিছু তথ্য ও কিছু ডিভাইস লাগবে। আপনি আপনার হাতের মোবাইল ফোনটি দিয়ে আপনার জাতীয় পরিচয় পত্র অনুসন্ধান (NID Card Check Online) করতে পারবেন। আপনার এন্ড্রয়েড মোবাইল দিয়ে আপনি নিজেই বের করে নিতে পারবেন। ভোটার আইডি কার্ড অনুসন্ধান করার জন্য আপনাকে বাংলাদেশ নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে সেখানে একটি একাউন্ট তৈরি করতে হবে। তারপর জাতীয় পরিচয় পত্র / ভোটার আইডি কার্ড হালনাগাত করার সময় ফর্মের নাম্বার এবং জন্মতারিখ দিয়ে একাউন্ট তৈরি করে, NID Wallet ডাউনলোড করে QR code স্ক্যান করে আপনি আপনার খুব সহজে অনলাইনে জাতীয় পরিচয় পত্র অনুসন্ধান (NID Card Check Online) করতে পারবেন।
শিরোনামঃ
কিভাবে খুব সহজে জাতীয় পরিচয় পত্র অনুসন্ধান (NID Card Check Online) করবো?
জাতীয় পরিচয় পত্র অনুসন্ধান (NID Card Check Online) করার দুইটি প্রক্রিয়া আছে। একটি প্রক্রিয়া হলো আপনি আপনার ভোটার আইডি কার্ড অনলাইনের মাধ্যমে চেক করতে পারবেন অপরটি হলো আপনি আপনার ভোটার আইডি কার্ডটি অফলাইনের মাধ্যমে তথা আপনার উপজেলা নির্বাচন কার্যালয়ে গিয়ে অনুসন্ধান করতে পারবেন। আজকে এই অনুচ্ছেদে আমরা জানবো কিভাবে আপনি অনলাইনের মাধ্যমে আপনার ভোটার আইডি কার্ড চেক / জাতীয় পরিচয় পত্র অনুসন্ধান (NID Card Check Online) করতে পারেন।
একজন ব্যক্তি ১৮ বছর বা তার উপর বয়স ছাড়া জাতীয় পরিচয় পত্র বা ভোটার হালনাগাত করতে পারবেনা। বাংলাদেশ সরকারের নির্বাচন কমিশন সকল নাগরিকের জাতীয় পরিচয় পত্রের তথ্য জমা রাখে। এই তথ্য গুলো একটি অনলাইন সার্ভারে জমা থাকে। বাংলাদেশের যেকোন নাগরিক পৃথিবীর যেকোন প্রান্ত থেকে তার জাতীয় পরিচয় পত্র অনুসন্ধান (NID Card Check Online) করতে পারবে।
জাতীয় পরিচয় পত্র অনুসন্ধান করার জন্য যা যা লাগবে
প্রতিটি কাজ করার আগে যদি আমরা জানতে পারি যে, কাজটি করার জন্য কি কি বিষয় জানা উচিত। এই সম্পর্কে না জানলে আপনি কাজ করার সময় বিভিন্ন ঝামেলায় পড়তে পারেন। জাতীয় পরিচয় পত্র অনুসন্ধান করার জন্য আপনাকে একটি এন্ড্রয়েড ফোন লাগবে। আপনার কাছে যদি ল্যাপটপ কিংবা কম্পিউটার থাকেও, তারপরও আপনি আপনার ভোটার আইডি কার্ড চেক / জাতীয় পরিচয় পত্র অনুসন্ধান (NID Card Check Online) করতে পারবেন না। এর মূল কারণ হলো ভোটার আইডি কার্ড চেক করার জন্য আপনি যখন ভোটার আইডি কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করবেন, তখন একটি QR Code স্ক্যান করতে হবে, এটার জন্য আপনাকে একটি এন্ড্রয়েড মোবাইল লাগবে। তবে যদি আপনার শুধুমাত্র মোবাইল ফোন দিয়েই আপনি জাতীয় পরিচয় পত্র চেক করতে পারবেন খুব সহজে।
ভোটার আইডি কার্ড চেক / জাতীয় পরিচয় পত্র অনুসন্ধান (NID Card Check Online) করার জন্য আপনাকে আপনার এন্ড্রয়েড মোবাইলে দিয়ে Google Play Store থেকে NID Wallet নামের এন্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে। কি কি অ্যাপ, ডিভাইস এবং তথ্য লাগবে তা নিচে লিস্ট আকারে দেওয়া হলো।
- একটি Android Mobile ফোন। অথবা আপনার কাছে যদি কম্পিউটার থাকে তাহলে তার সাথে একটি এন্ড্রয়েড মোবাইল ফোন লাগবে।
- ভোটার আইডি কার্ড হালনাগাত করার সময় Token Number / ফর্ম নাম্বার অথবা জাতীয় পরিচয় পত্র হালনাগাত করার সময় তার ফর্ম নাম্বার।
- আপনার জন্ম তারিখ (Date of Birth)। আপনি যে জন্মতারিখ আপনি আপনার জাতীয় পরিচয় পত্রে উল্লেখ্য করেছেন।
উপরিউক্ত লিস্টের যেকোন একটির অভাব হলে আপনি আপনার ভোটার আইডি কার্ড চেক / জাতীয় পরিচয় পত্র অনুসন্ধান (NID Card Check Online) করতে ব্যর্থ হবেন।
খুব সহজে অনলাইনে জাতীয় পরিচয় পত্র অনুসন্ধান (NID Card Check Online) করার জন্য প্রয়োজনীয় ধাপসমূহ
প্রতিটা মানুষের জন্য ভোটার আইডি কার্ড খুব দরকারি একটা সনদপত্র, এই কার্ডটি ইস্যু করার আগে দেখা নেওয়া উচিত কেননা, আপনাদের দরুন বা ভোটার তথ্য হালনাগাতকারী ব্যক্তির দ্বারাও আপনাদের জাতীয় পরিচয় পত্রের কোনো ভুল হতে পারে। আপনি চাইলে আপনার এই কার্ডটি ভুল হলে সাথে সাথে বাংলাদেশ নির্বাচন অফিসের কার্যালয়ের ওয়েবসাইটে গিয়ে নিজে নিজে আপনার জাতীয় পরিচয় পত্রের ভুল সংশোধন করে নিতে পারবেন। যদি একবার আপনার ভুলকৃত কার্ডটি ইস্যু হয়ে গেলে পুনরায় রিইস্যু করার জন্য অনেক ঝামেলা এবং সময় সাপেক্ষ ব্যাপার, খরচের কথা নাহয় বাদ দিলাম।
ভোটার আইডি কার্ড চেক / জাতীয় পরিচয় পত্র অনুসন্ধান (NID Card Check Online) করার জন্য আপনাকে কিছু ধাপ অবলম্বন করতে হবে । এই সকল ধাপ নিচে বিস্তারিত আলোচনা করা হলো-
১. প্রথম ধাপঃ NID Wallet ডাউনলোড (NID Card Check Online)
খুব সহজে অনলাইনে জাতীয় পরিচয় পত্র অনুসন্ধান (NID Card Check Online) করার জন্য আপনাকে এন্ড্রয়েড মোবাইল ব্যবহার করে Google Play Store থেকে NID Wallet নামের এন্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে। NID Wallet অ্যাপটি ডাউনলোড করার জন্য আপনার মোবাইলের Google Play Store চালু করতে হবে। তারপর গুগোল প্লেস্টোেরের সার্চবারে NID Wallet লিখে সার্চ বাটনে ক্লিক করলে আপনি NID Wallet অ্যাপটি পেয়ে যাবেন। তারপর আপনাকে ঐ অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে। আপনি যদি NID Wallet অ্যাপটি ডাউনলোড করে থাকেন, তাহলে নিচের চিত্রের মতো দেখাবে।
NID Wallet অ্যাপটি যদি আপনার মোবাইলে Install করে থাকেন, তাহলে আপনার একটা কাজ হয়ে গেলো। যদিও শুরুতে এই অ্যাপটির কোনো কাজ নেই। এরপর আপনাকে NID Wallet অ্যাপটিকে চালু করতে হবে। চালু করার সময় আপনার মোবাইল থেকে Permission চাইবে তা দিয়ে দিতে হবে। সবকিছু Permission দেওয়ার পর অ্যাপটি বন্ধ করতে হবে। তারপর আপনাকে পরবর্তী ধাপে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে।
২. দ্বিতীয় ধাপঃ বাংলাদেশ নির্বাচন কার্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট (NID Card Check Online)
ভোটার আইডি কার্ড চেক / জাতীয় পরিচয় পত্র অনুসন্ধান (NID Card Check Online) করার এই ধাপে ইসির অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। বাংলাদেশ নির্বাচন কার্যালয়ে প্রবেশ করার জন্য আপনাকে যেকোন একটি ওয়েব ব্রাউজার Open করতে হবে। ধরুন আপনি Google Chrome নামের চালু করলেন। Google Chrome চালু করার পর এর সার্চবারে টাইপ করুণ ❝NIDGOVBD❞ । এই লিখাটি লিখে সার্চ করলে নিচের চিত্রের মতো সার্চ ফলাফল আসবে। তারমধ্যে থেকে আপনার সঠিক ওয়েবসাইট প্রবেশ করতে হবে। আপনাকে এই ঠিকানায় ❝services.nidw.gov.bd❞ অথবা ❝nidgovbd.com❞ যেকোন একটি ওয়েবসাইটে প্রবেশ করলে আপনি আপনার ভোটার আইডি কার্ড চেক / জাতীয় পরিচয় পত্র অনুসন্ধান (NID Card Check Online) করতে পারবেন খুব সহজে। আমি ধরে নিলাম ভোটার আইডি কার্ড চেক / জাতীয় পরিচয় পত্র অনুসন্ধান (NID Card Check Online) করার এই ধাপে আপনি ধরলাম ❝services.nidw.gov.bd❞ এই লিংকে প্রবেশ করেছেন। এই লিংকে প্রবেশ করলেই আপনাকে পরবর্তী ধাপে গিয়ে পরবর্তী কাজ করতে হবে।
একটা কথা মনে রাখবেন, আপনার সামনে যদি অন্য কোনো ওয়েবসাইটের লিংক আসে, তাহলে আনাকে উপরিউক্ত ছবিতে দেখানো লিংকে প্রবেশ করতে হবে। এই লিংকটি হলো বাংলাদেশ নির্বাচন কার্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট। আপনি যদি অন্য লিংকে প্রবেশ করেন তাহলে ঐ ওয়েবসাইটের লিংক আপনাকে আপনার ভোটার আইডি কার্ড চেক / জাতীয় পরিচয় পত্র অনুসন্ধান (NID Card Check Online) করার জন্য ঘুরে আবার এই ওয়েবসাইটে নিয়ে আসবে।
৩. তৃতীয় ধাপঃ একাউন্ট রেজিষ্ট্রার (NID Card Check Online)
আপনি যখন উপরিউক্ত ১,২ নং ধাপের কার্যক্রম শেষ করবেন তখনই কেবল আপনি ধাপ-৩ এ আসতে পারবেন অন্যথায় আপনি এই ধাপে আসতে পারবেন না। ধাপ নং ১ এবং ২ এ আমরা NID Wallet অ্যাপ এবং services.nidw.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করার প্রক্রিয়া গুলো দেখলাম। যদি আপনি উপরিউক্ত ধাপগুলো ভালো করে পড়ে থাকেন তাহলে কোনো সমস্যা হবার কথা না। ভোটার আইডি কার্ড চেক / জাতীয় পরিচয় পত্র অনুসন্ধান (NID Card Check Online) করার ৩য় ধাপের মাধ্যমে যখন আপনি বাংলাদেশ নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করবেন, তখন সেখানে আপনি দুইটি অপশন পাবেন। যথাঃ
- রেজিষ্ট্রার করুণ (আপনার যদি জাতীয় পরিচয়পত্র থাকে, তাহলে আপনি রেজিস্টার করতে পারেন।)
- আবেদন করুণ ( নতুন নিবন্ধনের জন্য আবেদন করতে হবে। আপনার জাতীয় পরিচয়পত্র না থাকলে আপনি নতুন নিবন্ধন করতে পারেন।)
আপনি যদি একজন নতুন ভোটার হবার জন্য আপনার তথ্য হালনাগাত করতে চান তাহলে আপনাকে “আবেদন করুণ” এই বাটনে ক্লিক করতে হবে। আর যদি আপনার কাছে ভোটার আইডি কার্ডটি থাকে তাহলে আপনি আপনার ভোটার আইডি কার্ড চেক / জাতীয় পরিচয় পত্র অনুসন্ধান (NID Card Check Online) করার জন্য “রেজিষ্ট্রার করুণ” এই বাটনে ক্লিক করতে হবে। এই অনুচ্ছেদে যেহেতু আপনি নিজের জাতীয় পরিচয় পত্র অনুসন্ধান (NID Card Check Online) করার জন্য এসেছেন তাই আপনাকে ❝রেজিষ্ট্রার করুণ❞ এই অপশনে ক্লিক করতে হবে। তার ফলে আপনি পরবর্তী ধাপে চলে যাবেন। এই ধাপে আপনি নিচের মতো একটি ওয়েবপেজ দেখতে পাবেন।
এই ওয়েবসাইটে আসলে আপনি বাংলায় লেখা দেখতে পারেন অথবা ইংরেজিতে। এই ধাপে আপনি যদি ইংরেজি আসে তাহলে আপনি হয়তো দেশের বাইরে থেকে ভিজিট করতেছেন। অন্যথায় আপনার সার্চকৃত ফলাফল গুলো অবশ্যই বাংলায় আসতো। এই ধাপে আপনি চাইলে বাংলা অথবা ইংরেজি ভার্সন সিলেক্ট করতে পারবেন। যেহেতু আমি বাঙ্গালি তাই আমি বাংলা ভার্সন ব্যবহার করছি।
৪. চতুর্থ ধাপঃ জাতীয় পরিচয় পত্রের নাম্বার এবং জন্ম তারিখ (NID Card Check Online)
ভোটার আইডি কার্ড চেক / জাতীয় পরিচয় পত্র অনুসন্ধান (NID Card Check Online) করার ধাপ নং ১,২,৩ দেখছি কিভাবে আপনি নির্বাচন কার্যালয় অফিসের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হয়। তারপর আপনি ভোটার হলে কি করবেন এবং নতুন ভোটার হলে কি করবেন তা উপরিউক্ত ধাপে বলেছি। আপনি যেহেতু ভোটার আইডি কার্ড চেক / জাতীয় পরিচয় পত্র অনুসন্ধান (NID Card Check Online) করতে চাইছেন তাই “রেজিষ্ট্রার করুণ” এই অপশনে ক্লিক করুণ। “রেজিষ্ট্রার করুণ” এই অপশনে ক্লিক করলে আপনি নিচের ছবির মতো একটি ওয়েবপেজ দেখতে পাবেন। যেখানে আপনাকে জাতীয় পরিচয়পত্র নম্বর / ফর্ম নম্বর এবং জন্ম তারিখ দিয়ে একটি একাউন্ট তৈরি করতে হবে। অবশ্যই মনে রাখবেন, আপনাকে আপনার ভোটার আইডি কার্ড নম্বর / ফর্ম /টোকেন নম্বর এবং জন্ম তারিখ ইত্যাদি ইংরেজি বর্ণমালায় বসাতে হবে। তারপর আপনি যে একজন মানুষ সে প্রমাণ স্বরূপ জাতীয় পরিচয় পত্র নম্বর এবং জন্মতারিখের নিচে আরেকটি ফিল্ড আছে যেখানে আপনাকে একটা ক্যাপচা কোড বসাতে হবে। সঠিক ও নির্ভুলভাবে যদি আপনি আপনার জাতীয় পরিচয়পত্র নম্বর / ফর্ম নম্বর এবং জন্ম তারিখ বসানোর পর সাবমিট বাটনে ক্লিক করেন তাহলে পরবর্তী ওয়েবপেজ চলে যাবেন।
বিঃদ্রঃ আপনার যদি জাতীয় পরিচয়পত্র থাকে এবং অনলাইন অ্যাকাউন্ট না করে থাকেন তাহলে জাতীয় পরিচয়পত্র নম্বর অথবা ফর্ম নম্বর এবং জন্ম তারিখ দিয়ে রেজিস্টার করতে পারবেন। এরপরে আপনার অ্যাকাউন্টে লগইন করতে পারবেন।
৫. পঞ্চম ধাপঃ ভোটারদের ঠিকানা ভেরিফিকেশন (NID Card Check Online)
ভোটার আইডি কার্ড চেক / জাতীয় পরিচয় পত্র অনুসন্ধান (NID Card Check Online) করার এই ধাপে আপনাকে আপনার ঠিকানা ভেরিফাই করতে হবে। এই ধাপে আপনাকে আপনার বিভাগ, জেলা এবং উপজেলা বসাতে হবে। মূলত এখানে দুইটি ঠিকানা বসাতে বলবে। একটি হলো – স্থায়ী ঠিকানা অপরটি হলো অস্থায়ী ঠিকানা। বর্তমান ও স্থায়ী ঠিকানার এই ধাপে আপনাকে আপনার বিভাগ, জেলা ও উপজেলা সিলেক্ট করতে হবে। এই ধাপটি সঠিক ও নির্ভুলভাবে না বসালে আপনি কখনোই পরবর্তী ধাপে প্রবেশ করতে পারবেন না। এই ধাপে চেক করবে ৪র্থ ধাপে বসানো জাতীয় পরিচয় নম্বর এবং জন্মতারিখের সাথে আপনার ঠিকানা ঠিক আছে কিনা। তাই জাতীয় পরিচয় নম্বর এবং জন্মতারিখ সঠিকভাবে বসানোর সাথে সাথে আপনাকে আপনার বর্তমান ও স্থায়ী ঠিকানা সঠিকভাবে বসাতে হবে। অন্যথায় আপনি পরবর্তী ধাপে যেতে পারবেন না। যদি সবকিছু ঠিক থাকলে আপনি পরবর্তী ধাপে প্রবেশ করতে পারবেন।
ভোটার আইডি কার্ড চেক / জাতীয় পরিচয় পত্র অনুসন্ধান (NID Card Check Online) করার এই ধাপে ঠিকানা ভেরিফিকেশনের সময় মনে রাখবেন আপনি যদি আপনার জাতীয় পরিচয় পত্রে যে ঠিকানা দিয়েছে সেই ঠিকানা না দিলে আপনি এই ধাপটি অতিক্রম করতে পারবেন না। তাই আপনাকে অবশ্যই আপনার জাতীয় পরিচয় পত্রে যে ঠিকানা দেওয়া আছে সেই ঠিকানা বসাতে হবে।
৬. ষষ্ঠ ধাপঃ মোবাইল নাম্বার যাচাই (NID Card Check Online)
আপনি যখন আপনার ঠিকানা ভেরিফিকেশন পর্ব শেষ করবেন তখন আপনি ৬ষ্ঠ ধাপে প্রবেশ করবেন। এই ধাপে আপনাকে আপনার মোবাইল নাম্বার দিয়ে শনাক্ত করতে হবে। কেননা এই ধাপে আপনি কি আসল লোক নাকি অন্য লোক তা নির্ধারণ করা হবে। এই ধাপের ওয়েবপেজে যাওয়ার পর আপনি দুইটি অপশন দেখবেন। একটি অপশন দিয়ে আপনি আপনার ভোটার আইডি কার্ড হালনাগাত করার সময় যে মোবাইল নাম্বার দিয়েছিলেন সেই নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে। অথবা আপনি চাইলে পূর্বের মোবাইল নাম্বারটি পরিবর্তন করতে পারেন। যদি আপনি মোবাইল নাম্বার পরিবর্তন করেন তাহলে পরিবর্তন করার পর ঐ নাম্বারে একটি ভেরিফিকেশন কোড আসবে। উক্ত কোড নাম্বারটি বসালে আপনার ভেরিফিকেশন শেষ হয়ে যাবে।
উপরিউক্ত ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন আপনার ইতিপূর্বে বিদ্যমান মোবাইল নম্বর। যা আপনি দেখতে পাবেন যে সেখানে একটা মোবাইল নাম্বার আগে থেকেই যুক্ত আছে যা আপনি আইডি কার্ড হালনাগাত করার সময় দিয়েছিলেন। আপনি যদি এই মোবাইল নম্বর ব্যবহার করেন তবে এই নম্বরেই যাচাইকরন কোডটি পাবেন। আপনি চাইলে মোবাইল নম্বর পরিবর্তন করতে পারেন।
৭. সপ্তম ধাপঃ মোবাইল নাম্বার ভেরিফাই করার ওটিপি কোড যাচাই (NID Card Check Online)
এই ধাপটি হলো মোবাইল নাম্বার ভেরিফাই করার বা OTP Code যাচাই করার একটি অংশ। আপনি উপরিউক্ত যেকোনো বাটন সিলেক্ট করলে আপনার কাছে একটি OTP Code আসবে। এই OTP Code টি সেই মোবাইলে আসবে যে মোবাইলে সীম নাম্বার আপনি আপনার ভোটার কার্ডে প্রবেশ করিয়েছিলেন। ভোটার আইডি কার্ড চেক / জাতীয় পরিচয় পত্র অনুসন্ধান (NID Card Check Online) করার এই ধাপে আপনি যদি আপনার নাম্বার পরিবর্তন করতে চান তো করতে পারেন। আর যদি আপনি পরিবর্তন না করেন তাহলে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। জাতীয় পরিচয় পত্র বা ভোটার আইডি কার্ড চেক (Voter ID Card Check) করার এই ধাপে আপনি যদি আপনার মোবাইল নাম্বার পরিবর্তন করেন, তাহলে আপনার নাম্বারটি অবশ্যই জেনো খোলা থাকে। সাবমিট করার পর আপনি কিছুক্ষণ পর OTP Code যা আপনাকে উক্ত সময়ের মধ্যে বসিয়ে পরবর্তী ধাপে প্রবেশ করতে হবে। আপনি নিচের পিকে তা দেখতে পাবেন।
ভোটার আইডি কার্ড চেক / জাতীয় পরিচয় পত্র অনুসন্ধান (NID Card Check Online) করার এই ধাপে যদি ছয় সংখ্যার যাচাইকরন কোডটি পাঠানো হয়েছে । অনুগ্রহ করে কোডটি প্রবেশ করান এবং সামনে অগ্রসর হোন। যদি যাচাইকরন কোডটি না পেয়ে থাকেন তাহলে অনুগ্রহপূর্বক নূন্যতম ১ মিনিট অপেক্ষা করুন এবং নতুন কোড পেতে পুনরায় পাঠান বাটনে উল্লেখিত সময় পরে ক্লিক করুন।
৮. অষ্টম ধাপঃ ফেস ভেরিফিকেশন (NID Card Check Online)
উপরিউক্ত ৭টি ধাপের মধ্যে সবচেয়ে কঠিন ধাপ এটা, কেননা এই ধাপ কেবল সেই পার হতে পারবে যার ভোটার আইডি কার্ড চেক / জাতীয় পরিচয় পত্র অনুসন্ধান (NID Card Check Online) করতে চান। কেননা, এই ধাপে ফেস ভেরিফিকেশন করা হয়। যদি জাতীয় পরিচয় পত্রের চেহেরার সাথে যদি উক্ত ব্যক্তির চেহেরা না মিলে তাহলে পরবর্তী ধাপে আপনি যেতে পারবেন না। তাই কেবল আপনি শুধু আপনার নিজের ভোটার আইডি কার্ড চেক / জাতীয় পরিচয় পত্র অনুসন্ধান (NID Card Check Online) করতে পারবেন। এই ধাপে আপনি নিচের লেখাগুলো দেখতে পাবেন।
- আপনার মোবাইল-এ NID Wallet এপ্লিকেশনটি ইনস্টল করুন।
- QR স্ক্যান করে পরবর্তী ধাপ অনুসরণ করুন।
- যাচাই প্রক্রিয়াটি শেষ হলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে।
যেহেতু আমরা NID Wallet ইন্সটল করেছি প্রথম ধাপেই তাই আর নতুন করে এই ধাপে ইন্সটল করার দরকার নেই। আপনি যদি মোবাইল দিয়ে প্রবেশ করেন তাহলে নিচের পিকের মতো দেখবেন কিন্তু আপনি যদি কম্পিউটার দিয়ে প্রবেশ করেন তাহলে একটি QR Code আসবে। যদি আপনি মোবাইল দিয়ে প্রবেশ করতে চান তাহলে “Tab To Open NID Wallet” ক্লিক করতে হবে। আর যদি আপনি কম্পিউটার দিয়ে প্রবেশ করেন তাহলে QR Code টি NID Wallet অ্যাপটি স্ক্যান করলে আপনার জাতীয় পরিচয় পত্র বা ভোটার আইডি কার্ডের প্রোফাইলে প্রবেশ করবেন।
এই ধাপটি ছাড়া বাকি সব ধাপ বৃথা হয়ে যাবে। তাই এই ধাপে আপনার ফেস ভাল করে ভেরিফিকেশন করে নিবেন। এই ধাপে আপনি যদি আপনার ফেস না মিলে তাহলে আপনি পর্ববর্তী ধাপে কখনো যেতে পারবেন না। এই ধাপে আপনার ফেস ভেরিফাইড হলে আপনাকে পরবর্তী ধাপে প্রবেশ করবেন।
৯. নবম ধাপঃ পাসওয়ার্ড সেটআপ (NID Card Check Online)
ভোটার আইডি কার্ড চেক / জাতীয় পরিচয় পত্র অনুসন্ধান (NID Card Check Online) করার এই ধাপে আপনি তখনই প্রবেশ করতে পারবেন, যখন আপনি আপনার ফেস ভেরিফাইড করবেন। উপরের ৮ নং ধাপটি কমপ্লিট করার পর আপনাকে ৯ম ধাপে অটোমেটিক ভাবে নিয়ে আসবে। এই ধাপটি শেষ করার জন্য আপনার কাছে একটি ফোন লাগবে। ফেস ভেরিকেশনের জন্য আপনাকে যে NID Wallet নামে যে অ্যাপটি ১ নং ধাপে ডাউনলোড করেচছিলেন, সেই অ্যাপ দ্বারা আপনাকে ফেস ভেরিকেশনের সকল কাজ শেষ করতে হবে। ফেস ভেরিফিকেশন শেষ হলে আপনাকে আপনার মোবাইল বান কম্পিউটার সরাসরি এই পেজে নিয়ে আসবে। তারপর আপনাকে এই পেজে পাসওয়ার্ড সেটআপ করতে বলবে। যেহেতু আপনি আপনি একটি একাউন্ট তৈরি করে প্রবেশ করলেন তাই পাসওয়ার্ড সেটআপ করতে বলছে।
ভোটার আইডি কার্ড চেক / জাতীয় পরিচয় পত্র অনুসন্ধান (NID Card Check Online) করার এই ধাপে আপনি উপরের মেন্যুতে ডাউনলোড অপশন দেখতে পাচ্ছেন। যা ব্যবহার করে আপনি সরাসরি ভোটার আইডি কার্ড চেক / জাতীয় পরিচয় পত্র অনুসন্ধান (NID Card Check Online) করতে পারবেন পিডিএফ ফরম্যাটে ডাউনলোড করে। যেহেতু আপনি পরবর্তীতে প্রবেশ করবেন তাই পাসওয়ার্ড সেটআপ করে নিবেন।
আমরা আপনাকে পাসওয়ার্ড দিয়ে আপনার অ্যাকাউন্টটি সুরক্ষিত করার পরামর্শ দিচ্ছি। আপনি যদি পাসওয়ার্ড ভুলে যান তবে পুনরায় সেট করার জন্য আপনার মোবাইল নম্বর ব্যবহার করতে হবে। আপনি যদি কোনও পাসওয়ার্ড সেট না করেন তবে আপনার অ্যাকাউন্টে পুনরায় প্রবেশ করতে আপনার এই প্রক্রিয়াটির পুনরাবৃত্তি করতে হবে।
১০. দশম ধাপঃ জাতীয় পরিচয় পত্রের জন্য আপনার প্রোফাইল (NID Card Check Online)
আপনার খুব সহজেই এতগুলো ধাপ পার হয়ে যাবেন এটা আমার বিশ্বাস। সকল ধাপ পাড় হবার পর সর্বশেষে আপনি আপনার ভোটার আইডি কার্ড চেক / জাতীয় পরিচয় পত্র অনুসন্ধান (NID Card Check Online) করার ওয়েবপেজে চলে আসবেন। এই পেজে আসার পর এখানে আপনি ৪টি অপশন দেখতে পাবেন। প্রথমটি আপনার প্রোফাইল, দ্বিতীয়টি রিইস্যু, তৃতীয়টি স্মার্ট এনআইডি কার্ড স্ট্যাটাস এবং সর্বশেষ জাতীয় পরিচয় পত্র বা ভোটার আইডি কার্ড ডাউনলোড অপশন দেখবেন। আপনি নিচের মত পিক দেখতে পাবেন।
এই ধাপটি শেষ করলে আপনি আপনার কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। কিভাবে আপনি আপনার ভোটার আইডি কার্ড চেক / জাতীয় পরিচয় পত্র অনুসন্ধান (NID Card Check Online) করতে পারবেন খুব সহজেই।
পরিশেষে একটা কথা বলতে চাই, আপনার যদি এই অনুচ্ছেদটি উপকার হয় তবে পোস্ট সবার সাথে শেয়ার করবেন। শেয়ার করলে আপনার সাথে সাথে আপনার বন্ধু ও অন্যান্য ঘনিষ্ঠ জনের উপকারে লাগতে পারে।
How to Check Bangladesh National ID Card Online in 2022?
জাতীয় পরিচয় পত্র কি?
জাতীয় পরিচয় পত্র নাম্বার কিভাবে দেখবো?
মোবাইল দিয়ে এস.এম.এস এর মাধ্যমে কিভাবে জাতীয় পরিচয় পত্রের নাম্বার দেখবো?
কিভাবে জাতীয় পরিচয় পত্র বের করবো?
এন আইডি মানে কি?
জাতীয় পরিচয় পত্র কত সালে শুরু হয়?
আমি যথা সময়ে ভোটার হিসেবে রেজিস্ট্রেশন করতে পারিনি। এখন কি করা যাবে?
আমি বিদেশে অবস্থানের কারণে ভোটার রেজিস্ট্রেশন করতে পারিনি, এখন কিভাবে করতে পারবো?
আমি ২০০৭/২০০৮ অথবা ২০০৯/২০১০ সালে ভোটার রেজিস্ট্রেশন করেছি কিন্তু সেই সময় আইডি কার্ড গ্রহণ করিনি। এখন কিভাবে আইডি কার্ড পেতে পারি?
ভোটার তালিকার নামের সাথে বিভিন্ন খেতাব, পেশা, ধর্মীয় উপাধি, পদবী ইত্যাদি যুক্ত করা যাবে কিনা?
কোথা হতে আইডি কার্ড সংগ্রহ করা যাবে?
আমি বিদেশে চলে যাব। আমার কার্ড কি অন্য কেউ উত্তোলন করতে পারবে?
কার্ডে ইচ্ছাকৃত ভুল তথ্য দিলে কি হবে?
জাতীয় পরিচয়পত্র নম্বর ১৩ আবার কারো ১৭ কেন?
বিভিন্ন দলিলে আমার বিভিন্ন বয়স/নাম আছে। কোনটা ভোটার রেজিস্ট্রেশনের ক্ষেত্রে প্রযোজ্য হবে?
আঙ্গুলের ছাপ দিয়ে কি ডুপ্লিকেট এন্ট্রি শনাক্ত করা সম্ভব?
এক ব্যক্তির পক্ষে কি একাধিক নামে ও বয়সে একাধিক কার্ড পাওয়া সম্ভব?
নতুন ভোটার হওয়ার ক্ষেত্রে কি কি কাগজ পত্রাদি প্রয়োজন?
আমি খুব দরিদ্র ও বয়স ১৮ বছরের কম। ১৮ বছরের উপরে বয়স দেখিয়ে একটি আইডি কার্ড পেলে গার্মেন্টেস ফ্যাক্টরিতে বা অন্য কোথাও চাকুরী পেতে পারি। মানবিক কারণে এই পরিস্থিতি বিবেচনা করা যায় কি?
আমি ভুলে দু’বার রেজিস্ট্রেশন করে ফেলেছি এখন কি করবো?
আইডি কার্ড আছে কিন্তু ২০০৮ এর সংসদ নির্বাচনের সময় ভোটার তালিকায় নাম ছিল না। এরূপ সমস্যা সমাধানের উপায় কি?
একজনের কার্ড অন্যজন সংগ্রহ করতে পারবে কিনা?
আপনারা বিভিন্ন ফর্মের কথা বলেছেন? এগুলো কোথায় পাওয়া যাবে?
এই সমস্ত ফর্মের জন্য কোন মূল্য পরিশোধ করতে হয় কি না?
আপনার ভোটার নিবন্ধন হয়েছে কিন্তু জাতীয় পরিচয় পত্র পাননি?
আপনি কি নতুন জাতীয় পরিচয় পত্র চান?
⇒ অনলাইনে পূরণকৃত ফর্মের প্রিন্ট কপি।
⇒
বয়স প্রমানের জন্য এসএসসি সনদ/ জন্ম নিবন্ধন সনদ / পাসপোর্ট / ড্রাইভিং লাইসেন্স /টি.আই.এন -(বয়স প্রমাণের সনদ)।⇒
আপনার ঠিকানা ভেরিফিকেশনের জন্য ইউটিলিটি বিলের কপি/বাড়ী ভাড়ার রশিদ/হোল্ডিং ট্যাক্স রশিদ।⇒
প্রযোজ্য ক্ষেত্রে নাগরিকত্বের সনদ।⇒ আপনার বাবা ও মায়ের অথবা স্বামী/স্ত্রীর এনআইডি কার্ডের কপি।
বিঃদ্রঃ আপনার বয়স যদি চলতি বছরের ১ জানুয়ারী বা তার পূর্বে ১৮ বছর হয়ে থাকে তাহলে আপনি ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবেন।
আপনার জাতীয় পরিচয়পত্রের তথ্য হালনাগাদ করতে চান?
ক) আপনি ভোটার হয়ে থাকলে রেজিস্ট্রেশন করে বাংলাদেশ নির্বাচন কমিশের অফিসিয়াল ওয়েবসাইটের সুবিধা নিন এবং রেজিস্ট্রেশন করে আপনি নিম্নলিখিত সুবিধাসমূহ পেতে পারেনঃ
⇒ নিজস্ব প্রোফাইল তথ্য।
⇒ নির্বাচনকালীন ভোটকেন্দ্র সম্পর্কিত তথ্য।
⇒ কার্ডের তথ্য পরিবর্তন/সংশোধন/হালনাগাদের জন্য আবেদন।
⇒ ঠিকানা অথবা ভোটার এলাকা পরিবর্তন/সংশোধন/হালনাগাদের আবেদন।
⇒ হারানো/নষ্ট কার্ড পুনর্মুদ্রণের আবেদন ।
⇒ আবেদনপত্রের বর্তমান অবস্থার তথ্য।
⇒ ছবি,স্বাক্ষর ইত্যাদি পরিবর্তনের এপয়েন্টমেন্ট করা।
খ) প্রয়োজনীয় তথ্যাবলীঃ
⇒ তথ্য পরিবর্তনের জন্য, তার সাথে প্রয়োজনীয় কাগজপত্র সরবরাহ করুন।
⇒ সাধারন জিজ্ঞাসা লিংকে জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত তথ্য দেখুন।
জাতীয় পরিচয়পত্রের তথ্য হালনাগাদের জন্য কি কি দলিলাদি প্রয়োজন?
⇒ শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি/সমমান হইলে এসএসসি/সমমান সনদপত্র।
⇒ অন্যান্য ক্ষেত্রে, জাতীয় পরিচয়পত্রধারীর পাসপোর্ট/জন্ম নিবন্ধন সনদ/ড্রাইভিং লাইসেন্স/ট্রেড লাইসেন্স/কাবিননামার সত্যায়িত অনুলিপি।
⇒ শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি/সমমান না হইলে এবং তিনি সরকারি, স্বায়ত্বশাসিত, আধা-স্বায়ত্বশাসিত কিংবা সংবিধিবদ্ধ কোনো সংস্থায় চাকুরীরত হইলে, চাকুরী বই/মান্থলি পেমেন্ট অর্ডার (এমপিও)।
⇒ নামের আমূল পরিবর্তনের ক্ষেত্রে, প্রার্থিত পরিবর্তনের যথার্থতা সম্পর্কে গ্রহণযোগ্য দলিলাদি [এসএসসি সনদ/পাসপোর্ট/চাকুরী বই/মান্থলি পেমেন্ট অর্ডার (এমপিও)/ড্রার্ইভিং লাইসেন্স, যাহার ক্ষেত্রে যেটি প্রযোজ্য] ছাড়াও ম্যাজিস্ট্রেট আদালতে সম্পাদিত হলফনামা ও জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তির কপি।
⇒ ধর্ম পরিবর্তনের কারণে নাম পরিবর্তনের ক্ষেত্রে, ম্যাজিস্ট্রেট আদালতে সম্পাদিত হলফনামা ও জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তির কপি এবং আবেদনের যথার্থতা সম্পর্কে গ্রহণযোগ্য দলিলাদি (শিক্ষাগত যোগ্যতার সনদপত্র/পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স/জন্ম নিবন্ধন সনদ, ইত্যাদি যাহার ক্ষেত্রে যেটি প্রযোজ্য)।
(২) বিবাহ বা বিবাহ বিচ্ছেদ বা অন্য কোন কারণে কোনো মহিলা তাহার নামের সহিত স্বামীর নামের অংশ (টাইটেল) সংযোজন বা বিয়োজন বা সংশোধন করিতে চাহিলে, তাহাকে কাবিননামা/তালাকনামা/মৃত্যু সনদ/ম্যাজিস্ট্রেট আদালতে সম্পাদিত হলফনামা/বিবাহ বিচ্ছেদ ডিক্রির সত্যায়িত অনুলিপি জমা দিতে হইবে। এক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, প্রয়োজনে, সরেজমিন তদন্ত করিতে পারিবেন।
(৩) পিতা/মাতার নাম সংশোধনের ক্ষেত্রে, জাতীয় পরিচয়পত্রধারীর এসএসসি, এইচএসসি বা সমমান সনদপত্র (যদি উহাতে পিতা/মাতার নাম উল্লিখিত থাকে) এবং জাতীয় পরিচয়পত্রধারীর পিতা, মাতা, ভাই ও বোনের জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি জমা দিতে হইবে। এক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, প্রয়োজনে, সরেজমিন তদন্ত করিতে পারিবেন।
(৪) পিতা/মাতার নামের পূর্বে “মৃত” অভিব্যক্তিটি সংযোজন বা বিয়োজন করিতে চাহিলে, প্রযোজ্য ক্ষেত্রে, পিতা/মাতার মৃত্যু সনদের সত্যায়িত অনুলিপি বা তাহাদের জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি ও জীবিত থাকিবার সমর্থনে সংশ্লিষ্ট এলাকার ইউপি চেয়ারম্যান/পৌর মেয়র/কাউন্সিলরের প্রত্যয়নপত্র জমা দিতে হইবে।
(৫) ঠিকানা (বাসা/হোল্ডিং/গ্রাম/রাস্তা/ডাকঘর) সংশোধনের ক্ষেত্রে, সঠিক ঠিকানার স্বপক্ষে বাড়ির দলিল/টেলিফোন, গ্যাস বা পানির বিল/বাড়ি ভাড়ার চুক্তিপত্র/বাড়িভাড়া রশিদের সত্যায়িত অনুলিপি জমা দিতে হইবে।
(৬) রক্তের গ্রুপ সংযোজন বা সংশোধনের ক্ষেত্রে, উহার স্বপক্ষে ডাক্তারী সনদপত্র জমা দিতে হইবে।
(৭) শিক্ষাগত যোগ্যতা সংশোধনের জন্য জাতীয় পরিচয়পত্রধারীর সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত অনুলিপি জমা দিতে হইবে।
(৮) টিআইএন/ড্রাইভিং লাইসেন্স নম্বর/পাসপোর্ট নম্বর সংশোধনের ক্ষেত্রে, প্রয়োজনে, টিআইএন সনদ/ড্রাইভিং লাইসেন্স/পাসপোর্টের সত্যায়িত অনুলিপি জমা দিতে হইবে।
(৯) অন্যবিধ যে কোনো সংশোধনের ক্ষেত্রে, উক্তরূপ সংশোধনের স্বপক্ষে উপযুক্ত সনদ, দলিল ইত্যাদির সত্যায়িত অনুলিপি জমা দিতে হইবে।
(১০) আবেদনপত্রের সহিত দাখিলকৃত অনুলিপিসমূহ নিম্নবর্ণিত ব্যক্তিবর্গ সত্যায়ন করিতে পারিবেন:
⇒ সংসদ সদস্য
⇒ স্থানীয় সরকারের নির্বাচিত জনপ্রতিনিধি
⇒ গেজেটেড সরকারি কর্মকর্তা
⇒ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান
(১১) অসম্পূর্ণ বা ত্রুটিপূর্ণ আবেদন বাতিল বলিয়া গণ্য হইবে।
নতুন নিবন্ধন প্রক্রিয়ার নির্দেশনাবলী
⇒ অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে আপনি সঠিকভাবে ভোটার রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করতে পারবেন।
⇒ আপনি ইতোমধ্যে ভোটার হয়ে থাকলে পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।
⇒ নিবন্ধিত ব্যাক্তি পুনরায় আবেদন করলে সেটি দন্ডনীয় অপরাধ নতুন ১৮ বয়সের অধিক, প্রবাসী বা বাদপড়া ভোটারগণ এই প্রক্রিয়ার মাধ্যমে নিবন্ধন করতে পারবেন।
ধাপসমূহঃ আপনি নিচের ধাপগুলো অনুসরণ করে আপনার জন্য জাতীয় পরিচয় পত্রের জন্য আবেদন করতে পারবেন।
⇒ ধাপে ধাপে সকল তথ্য সঠিকভাবে পূরণ করুন।
⇒ নিজের পূর্ণনাম ছাড়া সকল তথ্য বাংলায় ইউনিকোডে পুরণ করুন।
⇒ সকল ধাপ সম্পন্ন হবার পরে প্রিভিউএর মাধ্যমে সকল তথ্য পুনর্বার যাচাই করে নিন ।
⇒ পিডিএফ ফাইল তৈরি করে সেটি প্রিন্ট করে প্রয়োজনীয় কাগজপত্র সহ নিকটস্থ নির্বাচন অফিসে জমা দিন।
⇒ আপনার প্রদত্ত তথ্যাদি যাচাই এবং ঠিকানা যাচাইয়ের পরে তথ্যাদি সঠিক নিশ্চিত হলে আপনার নিবন্ধনের প্রক্রিয়া শুরু করা হবে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হলে আপনার মোবাইলে SMS পাঠানো হবে, এর পর অনলাইন থেকেই একাউন্ট রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করে কার্ড সংগ্রহ করতে পারবেন।
বিঃদ্রঃ তিনটি ধাপে (ব্যক্তিগত তথ্য, অন্যান্য তথ্য, বর্তমান ঠিকানা ও স্থায়ী ঠিকানা) নিবন্ধন ফর্ম পূরণ করতে হবে। আংশিক ফর্ম পূরণ করে তা সংরক্ষণ করে পরবর্তীতে বাকি অংশটুকু পূরণ করার সুবিধা রয়েছে। এর জন্য অন্তত একটি ধাপ সম্পন্ন করতে হবে।
রেজিস্ট্রেশন প্রক্রিয়ার নির্দেশনাবলী
⇒ প্রয়োজনীয় তথ্যাবলী পূরণ করে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করুন।
⇒ আপনার কার্ডের তথ্য ও মোবাইলে প্রাপ্ত এক্টিভেশন কোড প্রদান করুন।
⇒ আপনার মোবাইলে এনআইডি ওয়ালেট অ্যাপটি ডাউনলোড করুন এবং মুখমণ্ডল যাচাই (Face Verification) করে আপনার প্রোফাইলে লগইন করুন।