আপনি কি রোমানিয়ার ভিসার জন্য আবেদন করেছেন?তাহলে আমাদের আজকের আয়োজনে জেনে নিন কিভাবে রোমানিয়ার ভিসা চেক করবেন তার বিস্তারিত।
রোমানিয়া দক্ষিণ পূর্ব ইউরোপের একটি ধনী রাষ্ট্র। পৃথিবীর প্রায় বিভিন্ন স্থান থেকে মানুষ রোমানিয়ায় আসে।
বাংলাদেশ থেকেও প্রতিবছর অনেক মানুষ স্টুডেন্ট ভিসা,ওয়ার্ক পারমিট ও ব্যবসার ভিসায় রোমানিয়ায় যায়।
রোমানিয়া যাওয়া কিন্তু খুব সহজ।আপনি খুব সহজে ঘরে বসে অনলাইনের মাধ্যমে রোমানিয়ার ভিসার জন্য আবেদন করতে পারবেন।
আপনার আবেদন এপ্রুব হলে আপনি কয়েকদিনের মধ্যেই রোমানিয়ায় যেতে পারবেন।তবে রোমানিয়া যাওয়ার পূর্বে ভিসা চেক করা খুবই জরুরি।
রোমানিয়া যাওয়ার আগে যদি ভিসার সত্যতা নিশ্চিত করতে পারেন তাহলে প্রতারণার শিকার হতে হয় না।
আপনার জন্য প্রয়োজনীয় কিছু পোষ্টঃ
পোল্যান্ড ভিসা চেক করার সব থেকে সহজ নিয়ম ২০২৩।
আলবেনিয়ার ভিসা চেক করুন খুব সহজেই ২০২৩।
বাহরাইন ভিসা চেক করার সব থেকে সহজ নিয়ম ২০২৩।
শিরোনামঃ
ভিসা চেক
রোমানিয়ার ভিসা চেক করার জন্য আপনাকে এই ওয়েবসাইটে যেতে হবে।ওয়েবসাইটে প্রবেশ করার পর Search বক্সে Fiscal/CNP নাম্বার দিয়ে সার্চ করার সাথে সাথে কোম্পানির নাম সহ প্রয়োজনীয় সকল তথ্য এসে পড়বে।
আরও সহজে বুজার জন্য আমি নিচে প্রাক্টিক্যালি ভাবে চেক করার নিয়ম screenshot দিয়ে বুজিয়ে দিচ্ছি।
রোমানিয়ার ভিসা চেক অনলাইনে
১. অনলাইনে রোমানিয়ার ভিসা চেক করার জন্য আপনাকে romanian-companies.eu এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
২. ওয়েবসাইটে প্রবেশ করার পর একটি পেইজ দেখতে পারবেন।সেই পেইজের Search a company অংশে Fiscal/CNP নাম্বার দিয়ে ডান পাশে থাকা Search বাটনে ক্লিক করবেন।
Search বাটনে ক্লিক করার পর কোম্পানির নামের পাশাপাশি বিভিন্ন ধরনের তথ্য সামনে আসবে।

৩. আপনি আপনার ভিসার তথ্য জানার জন্য নিয়োগ কর্তা কোম্পানির নামের উপরে ক্লিক করবেন।
৪. কোম্পানি নামে ক্লিক করার পর আপনার সকল তথ্য জানতে পারবেন।
৫.তারপর ডান পাশে কিল্ক করার পর পাবলিক প্রফাইল নামক একটি অপশন পাবেন। সেখানে আপনি ক্লিক করুন।
৬. এরপর নিচের দিকে স্কুল করে যান এবং কোম্পানির এজেন্টের সাথে কথা বলার একটি অপশন পাবেন।আপনি সরাসরি সেই এজেন্টের সাথে কথা বলে আপনার ভিসা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।
রোমানিয়ার যাওয়ার খরচ কত
রোমানিয়া যাওয়ার জন্য দুটি উপায় রয়েছে।একটি হলো সরকারি আর আরেকটি হলো বেসরকারি। আপনি যদি সরকারিভাবে রোমানিয়া যেতে চান তাহলে আপনার কমপক্ষে ৫-৬ লক্ষ টাকা খরচ পড়বে।
আর যদি বেসরকারি ভাবে আপনি রোমানিয়া যেতে চান তাহলে কমপক্ষে ৭-১০ লক্ষ টাকার মতো খরচ পড়বে।নিচে ভিসার ধরন অনুযায়ী কিছু ভিসার দাম দেওয়া হলো,
স্টুডেন্ট ভিসা
বর্তমানে প্রায় প্রত্যেকটি দেশেই স্টুডেন্ট ভিসায় গিয়ে ফ্রিতে বসবাস করতে পারবেন।স্টুডেন্ট ভিসার ছাড় পাবেন সব দেশেই।
বাংলাদেশ থেকে প্রচুর স্টুডেন্ট উচ্চ শিক্ষা অর্জন করার জন্য রোমানিয়ায় যায়।তবে এর মধ্যে যারা স্কলারশিপ ছাড়া রোমানিয়ায় যাবে তাদের ক্ষেত্রে টাকা একটু বেশি লাগবে।এদের ক্ষেত্রে ৪-৫ লক্ষ টাকা লাগবে।
বিজনেস ভিসা
বিজনেস ভিসায় যদি রোমানিয়া যেতে চান তাহলে আপনার অনেক টাকা খরচ পড়বে।বর্তমানের হিসেব অনুযায়ী বিজনেস ভিসায় রোমানিয়া যেতে ৮-১০ লক্ষ টাকা পড়বে।
তবে সরকারি ভাবে রোমানিয়া ৫-৬ লক্ষ টাকার মধ্যেই যেতে পারবেন।
টুরিস্ট ভিসা
ইউরোপের দেশ রোমানিয়া কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ রোমানিয়ায় ঘুরতে আসে।বাংলাদেশ থেকেও প্রতিবছর ভ্রমণের উদ্দেশ্যে রোমানিয়ায় যায়।
বর্তমানের হিসেব অনুযায়ী টুরিস্ট ভিসা রোমানিয়া যেতে ৫-৬ লক্ষ টাকা খরচ পড়বে।
ড্রাইভিং ভিসা
রোমানিয়ার ড্রাইভিং ভিসা পাওয়া খুব সহজ।বাংলাদেশ থেকে প্রতিবছর অনেক মানুষ ড্রাইভিং ভিসায় রোমানিয়ায় যায়।এই ভিসায় রোমানিয়া গেলে ভালো টাকা ইনকাম করা যায়।
বর্তমানে ড্রাইভিং ভিসায় রোমানিয়া যেতে ৪-৬ লক্ষ টাকা পর্যন্ত খরচ পড়বে।
শেষ কথা
আমাদের আজকের এই আয়োজনে রোমানিয়া ভিসা চেক করার সহজ পদ্ধতিসহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছে।
এরপরও যদি রোমানিয়ার ভিসা সম্পর্কে আরো কিছু জানতে চান তাহলে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করুন।