দুবাই ভিসা চেক করুন পাসপোর্ট নাম্বার দিয়ে ২০২৩।
আপনি কি দুবাই এর ভিসা চেক করতে চান?তাহলে আজকের আয়োজনে জানতে পারবেন কিভাবে খুব সহজেই পাসপোর্ট নাম্বার দিয়ে দুবাই এর ভিসা চেক করতে হয়।
বিদেশ যাওয়ার পূর্বে সব থেকে জরুরি কাজ হলো ভিসা চেক করা।কারন বিদেশ যাওয়ার পূর্বে ভিসা চেক করলে পরে প্রতারণার শিকার হতে হয় না।
তাই ভিসা আসল নাকি নকল তার সত্যতা যাচাই করার জন্য ভিসা চেক করা দরকার।
তাই আজকের আয়োজনে দুবাই ভিসা সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো।তো চলুন আজকের আর্টিকেলটি শুরু করা যাকঃ
- কানাডা জব ভিসার আবেদন ও খরচ ২০২৩।
- লিথুনিয়ার কাজের ভিসার আবেদন ২০২৩।
- পাসপোর্ট নাম্বার দিয়ে ওমান ভিসা চেক।
দুবাই ভিসা চেক করুন পাসপোর্ট নাম্বার দিয়ে
পাসপোর্ট নাম্বার দিয়ে কিন্তু দুবাই ভিসা চেক করা একদম সহজ।
আপনি যদি দুবাই ভিসা চেক করতে চান তাহলে প্রথমেই আপনাকে এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
প্রবেশ করার পর Public Services মেনুর নিচের দিকে File Validity অপশনে যেতে হবে।
Passport Expiry Date ও nationality সিলেক্ট করে সার্চ অপশনে ক্লিক করতে হবে।
ক্লিক করার সাথে সাথেই আপনার ভিসা সম্পর্কিত সকল তথ্য চলে আসবে।

নিচে আমি ধাপে ধাপে ওয়ার্ক ভিসা বা দুবাই ভিসা চেক করার নিয়ম গুলো দেখাইলাম।
- ভিসা চেক করার জন্য প্রথমে আপনাকে ICP Smart Services এই ওয়েবসাইটে ভিজিট করুন।সাইটে প্রবেশ করার পর Public Service অপশনে ক্লিক করুন।

- Public Services অপশনে ক্লিক করার পর File Validity এই অপশন আসবে।আপনি File Validity অপশনে ক্লিক করবেন।

- File Validity অপশনে ক্লিক করার পর একটি পেইজ আসবে।সেখানে Search BY অপশনে Passport Information সিলেক্ট করবেন।এরপর Type অপশনে ভিসা সিলেক্ট করুন।

- পরের ধাপে Passport Number ও Passport Expire Date ইনফরমেশনগুলো ফিলাপ করবেন।
- এরপর I’m not a robot এই অপশনে ক্লিক করে Search বাটনে ক্লিক করবেন।
- Search বাটনে ক্লিক করার পরবর্তী ধাপে আপনার পাসপোর্টের সকল কিছু সামনে চলে আসবে।আপনি সব কিছু খুব সহজেই চেক করে নিতে পারবেন।
ভিসা চেকের গুরুত্ব
বিদেশ যাওয়ার আগে ভিসা জালিয়াতি ও প্রতারণা এড়াতে ভিসা চেক করা উচিত। না হলে ফেক ভিসায় বিদেশ গেলে অনেক হয়রানির শিকার হতে হয়।
আপনি আপনার ভিসা চেকের মাধ্যমে আপনার ভিসার বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারবেন।
তাই বিদেশ যাওয়ার পূর্বে অবশ্যই অনলাইনে ভিসা চেক করে নিবেন।
শেষ কথা
আজকের আয়োজনে দুবাই ভিসা চেক করার সব থেকে সহজ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি।
আপনি ঘরে বসেই খুব সহজেই অনলাইনের মাধ্যমে দুবাই এর ভিসা চেক করতে পারবেন।