পাসপোর্ট নাম্বার দিয়ে চেক করুন সৌদি আরবের ভিসা।জেনেনিন সহজ নিয়ম।
বর্তমানে খুব সহজেই পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি আরবের ভিসা চেক করা যায়। আপনি এখন ঘরে বসেই অনলাইনের মাধ্যমে ভিসার সত্যতা যাচাই করতে পারবেন।
২০২৩ সালের এই ইন্টারনেট নির্ভর দুনিয়ায় এখন ঘরে বসেই অনলাইনে যেকোনো দেশের ভিসা দেখা যায় খুব সহজই।প্রতারণা এড়াতে ভিসা যাচাইর অনেক গুরুত্ব রয়েছে।
বর্তমানে সৌদি ভিসা চেক করার মাধ্যমে খু্ব সহজেই জানতে পারবেন ভিসাটির স্পন্সর কোম্পানির নাম,ভিসার মোট মেয়াদ কতদিন এবং ভিসাটি কোন ধরনের সহ বিভিন্ন তথ্য।
তো চলুন আজকের আয়োজনে জেনে নেওয়া যাক,পাসপোর্ট নাম্বার দিয়ে কিভাবে সৌদি ভিসা চেক করতে হয়।
আপনার জন্য প্রয়োজনীয় কিছু পোষ্টঃ
আমেরিকান ভিসা চেক করার সব থেকে সহজ নিয়ম ২০২৩।
অনলাইনে চেক করুন সিঙ্গাপুরের ভিসা। জেনে নিন সহজ নিয়মগুলো।
পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক
(১)সৌদি আরবের ভিসা চেক করতে প্রথমেই আপনাকে এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
এরপর ডান পাশের মেনুতে ভাষা সিলেক্ট করে নিবেন।বুঝার সুবিধার্থে আপনি ইংরেজি ভাষা সিলেক্ট করে নিবেন।
(২)আপনার সামনে যেই পেজটি এখন আছে।পেজের প্রথম অংশে আপনার পাসপোর্ট নাম্বার লিখবেন।
(৩)পাসপোর্ট নাম্বার লেখার পর এরপর ২য় বক্সে আপনার জাতীয়তা বাংলাদেশি সেটা লিখবেন।কারন আপনি যেহেতু বাংলাদেশি সেহেতু এটা লিখবেন।
(৪)৩য় বক্সে Visa Type অপশনে আপনার কাজের ক্ষেত্র বা আপনার ভিসা কোন টাইপের সেটা সিলেক্ট করুন।
(৫) এরপর ৪র্থ বক্সে আপনি ঢাকা সিলেক্ট করবেন।কারন আপনি যেহেতু ঢাকা থেকে সৌদি যাচ্ছেন সেহেতু এখানে ঢাকা হবে।
(৬) শেষ ধাপে একটি ক্যাপচা কোর্ড থাকবে সেটি Image Code এর বক্সে লিখে Search বাটনে ক্লিক করবেন।
Search বাটনে ক্লিক করার পর আপনার পাসপোর্ট এর সকল গুরুত্বপূর্ণ তথ্য দেখতে পারবেন।তবে পাসপোর্টের তথ্য যদি ভুল থাকে তাহলে আপনি কিছুই দেখতে পারবেন না।
এভাবে খুব সহজেই আপনি সৌদি আরবের Work Visa চেক করতে পারবেন।
শেষ কথা
প্রিয় পাঠক পাঠিকারা, আপনারা যারা বিদেশে যাচ্ছেন তারা অবশ্যই বিদেশ যাওয়ার আগে পাসপোর্ট এর সত্যতা যাচাই করবেন।
প্রতারণার হাত থেকে বাঁচতে বিদেশে যাওয়ার আগে গুরুত্বপূর্ণ তথ্য যেমন, ভিসা,পেশার ধরণ,কোম্পানির নাম এই সকল গুরুত্বপূর্ণ তথ্য ঠিক আছে কিনা তা বিদেশ যাওয়ার পূর্বে যাচাই-বাছাই করা উচিত।
সৌদি পাসপোর্ট চেক সম্পর্কে যদি আপনি এখনো স্পষ্ট না হন তাহলে অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন।