জন্ম নিবন্ধন যাচাই অনলাইন চেক apps। অনলাইন জন্ম নিবন্ধন যাচাই করার নিয়ম 2023

জন্ম নিবন্ধন যাচাই অনলাইন চেক

আপনি কি নতুন জন্ম নিবন্ধন এর জন্য আবেদন করেছেন? জন্ম নিবন্ধন হয়েছে কিনা জানতে জন্ম নিবন্ধন যাচাই অনলাইন চেক apps ব্যবহার করে দেখতে পারেন আপনার জন্ম নিবন্ধন অনলাইন হয়েছে কিনা।

নতুন জন্ম নিবন্ধন আবেদন করার পরে জন্ম নিবন্ধনের বর্তমান অবস্থা যাচাই করতে পারবেন অনলাইন থেকে খুব সহজে হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে। কিভাবে জন্ম নিবন্ধন চেক করবেন সেই বিষয়েই আমাদের আজকের নিবন্ধনের আলোচনা করা হবে।

তাই আপনি যদি আপনার সন্তানের জন্ম নিবন্ধন যাচাই করার জন্য apps খুজে থাকেন তাহলে আজকের এই নিবন্ধন থেকে জন্ম নিবন্ধন অনলাইন চেক অ্যাপস পেয়ে যাবেন সেটি ব্যবহার করে খুব সহজেই আপনার সন্তানের জন্ম নিবন্ধন অনলাইনে চেক করে নিতে পারবেন।

জন্ম নিবন্ধন যাচাই অনলাইন চেক
জন্ম নিবন্ধন যাচাই অনলাইন চেক

জন্ম নিবন্ধন যাচাই অনলাইন চেক apps

জন্ম নিবন্ধন যাচাই অনলাইন চেক apps ডাউনলোড করুন

অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই করার জন্য বা চেক করার জন্য প্রথমেই জন্ম নিবন্ধন চেক apps ডাউনলোড করুন। জন্ম নিবন্ধন চেক apps ডাউনলোড করতে প্লে স্টোরে গিয়ে সার্চ করুন জন্ম নিবন্ধন যাচাই অনলাইন চেক apps এটি লিখে সার্চ করুন।

এখানে অনেকগুলো অ্যাপস দেখতে পারবেন তার মধ্যে থেকে (অনলাইনে জন্ম নিবন্ধন চেক করুন) লেখা একটি অ্যাপস দেখতে পাবেন সেটি ডাউনলোড করুন অথবা এই লিংকে ভিজিট করুন https://play.google.com/store/apps/details?id=com.allinoneappstore.janmonibondontattojacai

জন্ম নিবন্ধন তথ্য যাচাই করুন 

আপনার আবেদনকৃত জন্ম সনদের তথ্য যাচাই করার জন্য এই অ্যাপস এর মধ্যে অনেকগুলো অপশন পাবেন তার মধ্য থেকে (জন্ম নিবন্ধন তথ্য যাচাই) এই অপশনটি সিলেক্ট করুন যেমনটি নিচের ফটোতে দেখতে পাচ্ছেন।

রেজিস্ট্রেশন নাম্বার ও জন্ম তারিখ দিন

জন্ম নিবন্ধন তথ্য যাচাই এ ক্লিক করার পর আপনাকে নতুন একটি ইন্টারফেজে নিয়ে আসা হবে এবং সেখানে আপনি তিনটি বক্স দেখতে পাবেন প্রথম বক্সে জন্ম নিবন্ধন আবেদন করার সময় যেই জন্ম নিবন্ধন নম্বরটি দেওয়া হয়েছিল সেটি দিন এবং দ্বিতীয় বক্সে জন্ম তারিখ YYYY-MM-DD এই ফরমেটে দিবেন মানে প্রথমে বছর এরপরে মাস এবং এর সব শেষে দিন এইভাবে জন্ম তারিখ দিবেন।

Capture Code দিন 

জন্ম নিবন্ধন নাম্বার ও জন্ম তারিখ সঠিকভাবে দেওয়া হয়ে গেলে The Answer Is লেখা একটি বক্স দেখতে পাবেন সেখানে উপরের দিকে দুটি সংখ্যার যোগফল বা বিয়োগফল অথবা গুণ ভাগ যে কোন কিছু হতে পারে সেটির উত্তর সামনের খালি বক্সে বসিয়ে search বাটনে ক্লিক করলে আপনার জন্ম নিবন্ধন সনদ দেখতে পাবেন।

অনলাইন জন্ম নিবন্ধন যাচাই করার নিয়ম 2023

অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই করতে ভিজিট করুন BRIS এর ওয়েবসাইট https://everify.bdris.gov.bd/ এখানে Birth Registration Number এবং Date Of Birth দিয়ে গাণিতিক ক্যাপচার পূরণ করে Search বাটনে ক্লিক করলেই জন্ম নিবন্ধন বর্তমান অবস্থা যাচাই করতে পারবেন।

See also  অনলাইনে জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন যাচাই করার নিয়ম 2023

অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই করা খুবই সহজ শুধুমাত্র আপনার জন্ম নিবন্ধন আবেদনের বাথ রেজিস্ট্রেশন নাম্বার ও জন্ম তারিখ দিয়ে খুব সহজে জন্ম নিবন্ধন যাচাই করতে পারবেন চলুন আমরা দেখে নিব কিভাবে অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই করা যায়।

  • জন্ম নিবন্ধন যাচাই করতে BRIS এর অফিসিয়াল ওয়েবসাইট everify.bdris.gov.bd এখানে ভিজিট করুন।
  • জন্ম নিবন্ধন নাম্বার ও সঠিক জন্ম তারিখ YYYY-MM-DD এই ফরমাটি দিন।
  • এবার গাণিতিক ক্যাপচার পূরণ করুন
  • সবশেষে Search বাটনে ক্লিক করলেই জন্ম নিবন্ধন অনলাইনে যাচাই করতে পারবেন

জন্ম নিবন্ধন কিভাবে অনলাইনে যাচাই করবেন চলুন আরো বিস্তারিত ভাবে ছবি আকারে দেখে নেই এবং কিভাবে বিআরআইএস এর অফিসিয়াল ওয়েবসাইট খুজে পাবেন সেটিও জানব।

ধাপ ১: BRIS ওয়েবসাইট সার্চ করুন

জন্ম নিবন্ধন যাচাই বা চেক করার জন্য প্রথমেই আপনার ফোনের যে কোন একটি ব্রাউজার ওপেন করুন এবং ব্রাউজারের সার্চ বক্সে লিখুন BRIS অথবা everify.bdris.gov.bd এটি লিখলে প্রথমে যেই ওয়েব পেজটি আসবে সেটি ওপেন করুন।

ধাপ ২: জন্ম নিবন্ধন আবেদন তথ্য দিন

অনলাইনে জন্ম নিবন্ধন চেক করার জন্য এবার এই ওয়েবসাইটে আপনাকে আপনার জন্ম নিবন্ধন আবেদন করার সময় যেই জন্ম নিবন্ধন নম্বরটি দেওয়া হয়েছিল সেটি দিন এবং সঠিক জন্ম তারিখ দিন।

জন্ম নিবন্ধন যাচাই অনলাইন চেক

ধাপ ৩: গাণিতিক সমস্যার সমাধান করুন

জন্ম নিবন্ধন নাম্বার ও জন্ম তারিখ দেওয়া হলে একটি গাণিতিক ক্যাপচার দেখতে পাবেন এখানে হয়তো আপনাকে একটি সংখ্যার সাথে আরেকটি সংখ্যার যোগফল অথবা বিয়োগফল লিখতে হতে পারে আপনার সামনে যেটি আসবে সেটির উত্তর কত হবে সেটির সামনের বক্সে লিখে দিবেন।

ধাপ ৪: তথ্য সাবমিট করুন

এবার জন্ম নিবন্ধন যাচাই করার জন্য আপনি যে তথ্যগুলো দিয়েছেন সবগুলো সঠিক থাকলে নিচে search বাটন দেখতে পাবেন সেখানে ক্লিক করুন এবং নতুন একটি ইন্টারফেজে আপনার জন্ম নিবন্ধন এর বর্তমান অবস্থা ছবি আকারে দেখতে পাবেন এবং জন্ম নিবন্ধন হয়েছে কিনা সেটিও জানতে পারবেন যেমনটি নিচের ফটোতে দেখতে পাচ্ছেন।

See also  কয়েক কোটি নাগরিকের NID এর মেয়াদ শেষ।
হোম পেজNID GOV BD
জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধনজন্ম নিবন্ধন যাচাই
নতুন জন্ম নিবন্ধনের আবেদননিবন্ধনের জন্য আবেদন
জন্ম নিবন্ধন আবেদনের অবস্থা যাচাইজন্ম নিবন্ধন বর্তমান অবস্থা যাচাই

জন্ম নিবন্ধন যাচাই yyyy mm dd 

আপনারা যারা অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই করতে চান বা চেক করতে চান অথবা অনেকেই জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড করতে চায় তারা গুগলে গিয়ে সার্চ করে জন্ম নিবন্ধন যাচাই yyyy mm dd  আসলে এটি লেখার মূল উদ্দেশ্য হচ্ছে জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন যাচাই করা।

কারণ yyyy mm dd এটি দ্বারা বোঝানো হয় বছর মাস এবং তারিখ তার মানে জন্ম তারিখ এই ফরমেটে দিয়ে জন্ম নিবন্ধন অনলাইনে যাচাই করা হয় তাই যারা অনলাইনে বার্থডে রেজিস্ট্রেশন যাচাই করতে চান তারা মূলত এইভাবে সার্চ করে থাকে।

আমরা উপরের দিকে আলোচনা করেছি আপনার জন্ম তারিখ yyyy mm dd এই ফরমেট এর ব্যবহার করে কিভাবে অনলাইনে জন্ম নিবন্ধন চেক করবেন উপরের নির্দেশনা গুলো ফলো করলে খুব সহজেই আপনার জন্ম সনদ অনলাইনে যাচাই করতে পারবেন।

জন্ম নিবন্ধন যাচাই অনলাইন চেক Apps সম্পর্কে প্রশ্ন ও উত্তর (FAQ)

জন্ম নিবন্ধন যাচাই অনলাইন চেক Apps কোনটি?

জন্ম নিবন্ধন অনলাইনে চেক করার জন্য অফিসিয়াল কোন Apps নেই তবে প্লে স্টোরে যে কয়টি অ্যাপস রয়েছে তারা জন্ম নিবন্ধন চেক করার জন্য তাদের অ্যাপসগুলোর মধ্যে BRIS এর ওয়েবসাইট লিংক everify.bdris.gov.bd এটি দিয়ে দিচ্ছে আপনারা চাইলে এই লিঙ্কে গিয়েও জন্ম নিবন্ধন যাচাই করতে পারবেন।

জন্ম নিবন্ধন যাচাই করতে কি কি লাগে?

অনলাইনে জন্ম সনদ যাচাই করতে আপনার জন্ম নিবন্ধন নাম্বার ও জন্ম তারিখ হলেই BRIS এর অফিসিয়াল ওয়েবসাইট everify.bdris.gov.bd এর মাধ্যমে যাচাই করতে পারবেন।

শেষ কথা

See also  অনলাইনে জন্ম নিবন্ধন আবেদনের বর্তমান অবস্থা যাচাই। Birth Certificate Application Status Check

সম্মানিত পাঠক বৃন্দ আমাদের আজকের নিবন্ধনে জন্ম নিবন্ধন যাচাই অনলাইন চেক Apps সম্পর্কে আলোচনা করেছি এবং একটি এবসের লিংক দিয়েছি আপনার যারা জন্ম সনদ যাচাই করার জন্য অ্যাপস খুঁজতেছিলেন তারা আমাদের এই নিবন্ধনে দেওয়া অ্যাপসটি ডাউনলোড করতে পারেন এবং আপনার জন্ম সনদ যাচাই করতে পারেন।

জন্ম নিবন্ধন সম্পর্কিত আপনাদের আরো কোন তথ্য জানার ইচ্ছা থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন আমরা সেই বিষয়ে নতুন একটি ব্লক পোস্ট তৈরি করব অথবা ছোটখাটো প্রশ্ন থাকলে সেটি জানাতে পারেন আমরা আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব প্রতিনিয়ত জাতীয় পরিচয় পত্র জন্ম সনদ ও পাসপোর্ট সম্পর্কে জানতে NID Gov BD ভিজিট করুন ধন্যবাদ।

About nidgov

আমি গত ৫ বছর থেকে বিভিন্ন ওয়েবসাইটে কাজ করেছি। আমি আমার স্নাতক শেষ করেছি হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে। আমার বিষয় ছিলো কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং (ইঞ্জি.)।

View all posts by nidgov →