২০২৩ সালের এসএসসি রেজাল্ট দেখার নিয়ম

২০২৩ সালের এসএসসি রেজাল্ট দেখার নিয়ম।

আপনি কি এসএসসি রেজাল্ট দেখতে চান!কিন্তু কিভাবে দেখবেন সেটা জানেন না?-চিন্তার কোনো কারন নেই আপনি এই পোষ্টের মাধ্যমে এসএসসি রেজাল্ট দেখার সব থেকে সহজ উপায় সম্পর্কে জানতে পারবেন।

আজ ২৮ জুলাই ২০২৩ সালের এসএসসি পরিক্ষার রেজাল্ট প্রকাশিত হবে।

অনলাইনে আজ সকাল ১০ঃ৩০ মিনিটে এসএসসি, দাখিল ও সমমানের রেজাল্ট একসাথে প্রকাশ হবে।

রেজাল্ট প্রকাশের সাথে সাথে শিক্ষার্থী বা তাদের বাবা-মা ও আত্মীয় স্বজনরা নিজের ছেলে,ভাই,বোন, মেয়ের রেজাল্ট জানতে চায়।

কিন্তু প্রকাশের কয়েক ঘন্টা পর ছাড়া রেজাল্ট হাতে আসে না।তবে টেনশনের কোনো কারন নেই।আপনি চাইলে রেজাল্ট প্রকাশের সাথে সাথেই রেজাল্ট জানতে পারবেন।

শিক্ষার্থীরা রেজাল্ট প্রকাশিত হওয়ার আগে প্রি- রেজিষ্ট্রেশন করে রাখবেন।এর ফলে যখনই রেজাল্ট প্রকাশিত হবে তখনই আপনার রেজাল্ট হাতে পেয়ে যাবেন।

এখন প্রশ্নো করতে পারেন প্রি- রেজিষ্ট্রেশন করবো কিভাবে?এবং এসএসসি রেজাল্ট কিভাবে সবার আগে দেখবো তার সকল পদ্ধতি জেনে নেওয়া যাক

পরিক্ষার্থীদের প্রি -রেজিষ্ট্রেশন

আপনি যদি রেজাল্টের আগে প্রি- রেজিষ্ট্রেশন করে রাখেন তাহলে এসএসসি পরিক্ষার রেজাল্ট সবার আগে পাবেন।তবে প্রি- রেজিষ্ট্রেশন অবশ্যই পরিক্ষার দিন সকালে করবেন।রেজাল্ট প্রকাশের কয়েক ঘন্টা আগে প্রি -রেজিষ্ট্রেশন করে রাখবেন।

তবে প্রি- রেজিষ্ট্রেশন এর সুবিধা কিন্তু সব সিমে পাবেন না।শুধুমাত্র টেলিটক সিমে পাবেন।তাই অন্য অন্য সিম দিয়ে প্রি- রেজিষ্ট্রেশন করলেও কোনো কাজে আসবে না।

এসএমএস এর মাধ্যমে ফলাফল দেখার মতোই এই প্রি- রেজিষ্ট্রেশন।।

আমরা যেভাবে SMS দিয়ে ফলাফল দেখি,ঠিক তেমনি পরিক্ষার ফলাফল দেওয়ার পূর্বে এসএমএস দিয়ে রাখতে হয়।

২০২৩ সালের এসএসসি রেজাল্ট দেখার নিয়ম

মূলত দুইভাবে এসএসসি রেজাল্ট দেখা যায়। যার একটি হলো অনলাইন এবং অপর মাধ্যম হলো মোবাইলে এসএমএস।নিচে এই দুটি পদ্ধতি এসএসসি রেজাল্ট দেখার নিয়ম দেওয়া হলো।

অনলাইনে যেভাবে দেখবেন

আপনি অনলাইন ৩টি উপায়ে রেজাল্ট দেখতে পারবেন।যেমন ওয়েব বেইজড এডুকেশন বোর্ড, এডুকেশন বোর্ড এবং নিজ নিজ শিক্ষা বোর্ড।

See also  কয়েক কোটি নাগরিকের NID এর মেয়াদ শেষ।

মোবাইলে যেভাবে এসএসসি রেজাল্ট দেখবেন

মোবাইলেও এসএসসি রেজাল্ট দেখা কিন্তু সোজ।আপনি যে কোনো মোবাইল অপারেটরের মেসেজ অপশনে গিয়ে প্রথমে SSC বা Dakhil লিখবেন।

এরপর একটি স্পেস দিয়ে বোর্ডের প্রথম ৩ অক্ষর লিখুন।

তারপর একটি স্পেস গ্যাপ দিয়ে নিজের Roll নম্বরটি লিখুন।

রোল নাম্বার লেখা শেষ হলে একটি স্পেস দিয়ে পরিক্ষার বছর লিখুন।

সব কিছু ঠিকঠাক থাকলে মেসেজটি নম্বরে পাঠিয়ে দিন।